ইএনটি ও হেড নেক সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মোঃ আসাদুজ্জামান রাসেল নিয়মিত চিকিৎসা ও পরামর্শ প্রদান করছেন।
সেবা সমুহঃ
নাক, কান, গলা ও হেড নেক ক্যান্সার স্ক্রিনিং ও প্রয়োজনীয় চিকিৎসা।
থাইরয়েড, প্যারোটিড ও অন্যান্য গ্লান্ডের টিউমার বা ক্যান্সারের অপারেশন এবং অপারেশন পরবর্তী চিকিৎসা।
এন্ডোস্কোপির মাধ্যমে নাক ও সাইনাসের রোগ নির্ণয় ও প্রয়োজনীয় অপারেশন।
কান দিয়ে পুঁজ ও পানি পড়া, কানের হাড়ের সংক্রমণ ও কানের অন্যান্য জটিল রোগের কারণ নির্ণয় ও প্রয়োজনীয় অপারেশন।
গলার স্বরনালীর টিউমারের মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারি।
অত্যাধুনিক কোবলেশন পদ্ধতির মাধ্যমে কম ব্যথা ও প্রায় রক্তপাতবিহীন টনসিল ও এডিনয়েড অপারেশন এবং শিশুদের ঘুমের মধ্যে নাক ডাকার চিকিৎসা।
বড়দের নাক ডাকা ও স্লিপ এপ্নিয়া নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা।
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ চিকিৎসা সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালে।
বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটাল লিঃ
২১ শ্যামলী, মিরপুর রোড, ঢাকা – ১২০৭
সিরিয়ালের জন্য কল করুন ১০৬৩৩
Visit: https://www.bdspecializedhospital.com/
#Dhaka#administration#medicine#treatment#doctor#health#awareness#hospitals#Bangladesh#bsh#press#who#share#media#ent#headneckcancer#headneck#surgery#sinus#sinusitis#sinussurgery#sinusheadache#earinfection#earinfectiontreatment#earinfection#microlaryngealsurgery#adenoids#tonsils#adenoidectomy#adenoid #SleepApnea #sleepapneatreatment #ENTSpecialist